হোম > সারা দেশ > গাজীপুর

‘দৌড়ে গিয়ে দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

আগুনে পোলট্রি ফার্মে রাখা মোটরসাইকেল পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত এক নারী ইউপি সদস্যের পোলট্রি ফার্মে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফার্মে রাখা মুরগির খাবার ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী ইউপি সদস্য।

ভুক্তভোগী পারভীন আক্তার নিশি কাওরাইদ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

পারভীন আক্তার নিশি বলেন, ‘সন্ধ্যার দিকে পোলট্রি ফার্মে মুরগির খাবার, পানি দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। পোলট্রি ফার্মের ভেতর আমার ছেলের দামি ব্যান্ডের একটি মোটরসাইকেল ও মুরগির খাবার মজুত রাখা ছিল। রাত আনুমানিক ২টার দিকে আমার ভাশুর মাইজুদ্দিন তাঁর ঘরের জানালা দিয়ে পোলট্রি ফার্মে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। এরপর আমরা দৌড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর আশপাশের লোকজন এসে পানি মাটি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পোলট্রি ফার্মে রাখা মোটরসাইকেল ও মুরগির খাদ্য আর আশপাশের গাছপালা পুড়ে যায়। তিনি আরও বলেন, প্রতিবেশী একজনের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে লেনদেন রয়েছে আমার। পাওনা টাকা চাইতে গিয়ে গত দুদিন আগে আমার ছেলের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। গভীর রাতে তাকে পোলট্রি ফার্মের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতে দেখেছে আমার এক আত্মীয়। এর আগেও তুচ্ছ বিষয় নিয়ে পোলট্রি ফার্ম পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে সে। এ বিষয়ে আমি থানা-পুলিশকে নামসহ বিস্তারিত বলেছি। আমি লিখিত অভিযোগ দায়ের করছি।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান খোকন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখলাম। একটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। মুরগির খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে। এটা খুবই আতঙ্কের। যেভাবে আগুন দেওয়া হয়েছে, তাতে আশপাশের সমস্ত বাড়িঘর আগুনে পুড়ে যেত। এটির সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ইউপি সদস্যের পোলট্রি ফার্মে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩