গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। এতে আগুনের লেলিহান শিখা আকাশের অনেক উঁচু পর্যন্ত যাচ্ছে। আগুনের ঘটনায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে সিআরসির মালিকানাধীন এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড নামক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। পরবর্তী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।’
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট অল্প সময়ের মধ্যে যোগ দেবে।’