হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পিচঢালাই উঠে মাটির রাস্তা হয়ে গেছে সড়কটি

কিশোরগঞ্জ প্রতিনিধি

পিচঢালাই উঠে মাটির রাস্তা হয়ে গেছে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সড়কটি। ছবি: আজকের পত্রিকা।

২২ বছর হয়ে গেল। একটা সড়ক অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে সংস্কারবিহীন। এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই; বৃষ্টি হলে তো কথাই নেই। কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীধরখিলা এলাকার খাইরুলের বাড়ি থেকে জালু মোড়লের বাড়ি পর্যন্ত সড়কটির এ অবস্থা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভাঙা রাস্তা। পাশে ড্রেনের ওপর কোনো স্ল্যাব নেই। সড়কের পিচঢালাই উঠে মাটি বের হয়েছে। সামান্য বৃষ্টিতে পানি আর কাদায় একাকার হয়ে গেছে।

ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দা এ এস এম সুমন (৪০) বলেন, ‘সড়ক ও ড্রেনটি এমনভাবে অবহেলিত হয়েছে যে মনে হয়, পৌরসভার তালিকায় এই সড়ক ও ড্রেন এবং এই ওয়ার্ডে কোনো নির্বাচিত প্রতিনিধি ছিল না কোনো সময়।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান আসেনি। উল্টো অবহেলা করে রাস্তা পুনর্নির্মাণ ও সংস্কার বাতিল করে দেয়।

কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘১৫৫ মিটারের সড়কটি পুনর্নির্মাণ অতি জরুরি। আমরা ১ নম্বর ওয়ার্ডের এই সড়ক পুনর্নির্মাণ অগ্রাধিকার ভিত্তিতে রেখেছিলাম। কিন্তু কিশোরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ পরিদর্শনে গিয়ে ১২ ফুটের নিচে কোনো সড়ক নির্মাণ করা যাবে না বলে জানান। পরে আর সড়কটি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি।’

জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক মমতাজ বেগম বলেন, ‘আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমি সরেজমিন পরিদর্শনেও যাব। আগামী অর্থবছরে এর সুফল পাবেন এলাকাবাসী।’

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর