হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার এ সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

জানা যায়, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের জয়দেবপুর ১৩২ / ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রটি অবস্থিত। এর ভেতরে আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। 

উপকেন্দ্রের কর্মরত বিদ্যুৎ সরবরাহকারী আনন্দ কুমার ঘোষ জানান, রোববার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ১১ কেভি ব্রেকার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এর ফলে ১১ কেভি বোল্টের ৫টি ব্রেকার সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে বিকল্প উপায়ে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। আনন্দ কুমার ঘোষ আরও জানান, এখনো যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে কাজ চলছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় পাওয়ার গ্রিড কোম্পানি অপ বাংলাদেশ লিমিটেডের জয়দেবপুর ১৩২ / ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ভেতর এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। 
তিনি আরও জানান, আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে নির্বাপণের কাজ করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা