হোম > সারা দেশ > গাজীপুর

ডাকাতির সময় ২ পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, থানায় মামলা

গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির সময় টহলরত দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তজেলা ডাকাত দলের এক সদস্যসহ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন শ্রীপুর থানায় উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম।

মামলার এজাহার নামীয় আসামি হলেন, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল মিয়া (২৭)। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে এক ডাকাতকে আটক করা হয়েছে। তিনি পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এই ঘটনার সঙ্গে আন্তজেলা ডাকাত দলের যেসব সদস্য জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের হাসিখালি ব্রিজে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করে একদল ডাকাত। এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে কনস্টেবল মো. রুহুল আমিন ও মো. সেলিমকে। তারা দুজন শ্রীপুর থানায় কর্মরত।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন