হোম > সারা দেশ > কুমিল্লা

সোয়া ৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় চট্টগ্রাম অভিমুখী মহানগর যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনার প্রায় সোয়া ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

জানা যায়, গতকাল শনিবার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নিচে রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের মাঝামাঝি একটি বগি লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে। এরপর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সোয়া ৭ ঘণ্টা পর আজ সকাল সোয়া ৯টা থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলসূত্র জানান, এ দুর্ঘটনার কারণে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী বলেন, দুর্ঘটনায় তেমন কোন হতাহত হয়নি। ২ / ১ জন আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা সুস্থ হয়েছেন। 

উদ্ধার কাজে আসা কুমিল্লা রেলওয়ে পথ বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটির মাঝের ৩টি বগি রেখে সামনের ৭টি বগি লাকসাম জংশনে এবং বাকি ৭টি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে। লাকসাম জংশন লোকশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করে। 

লিয়াকত আলী মজুমদার আরও বলেন, ট্রেনটি একটি সবজির পিকআপকে ধাক্কা দিলে একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক