হোম > সারা দেশ > কুমিল্লা

রোদ-ধুলোর অত্যাচার, মাঠ ছেড়ে রাস্তায় বিএনপির নেতা-কর্মীরা

রেজা করিম, কুমিল্লা থেকে

কুমিল্লার গণসমাবেশস্থলে কড়া রোদের সঙ্গে হানা দিয়েছে উড়তে থাকা ধুলোবালি। আর এতে অনেকটা কাহিল হয়ে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা। রোদ ও ধুলোবালির অত্যাচার থেকে বাঁচতে নেতা-কর্মীদের অনেকেই টাউন হল মাঠ ছেড়ে বেরিয়ে এসে অবস্থান নিয়েছেন বাইরের সড়কে। এ কারণে সমাবেশস্থলের অনেক জায়গাই ছিল ফাঁকা।

রোদ পড়ে এলে মাঠ আবারও কানায় কানায় ভরবে বলে প্রত্যাশা করছেন বিএনপির নেতারা। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ চলে না। এর পরেও নেতা-কর্মীরা ধুলো ও কড়া রোদ উপেক্ষা করে সমাবেশস্থলে রয়েছেন। কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করলেই সমাবেশস্থল জনারণ্যে পরিণত হবে।’

পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার বেলা ১১টায় গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ আরও অনেকে বক্তব্য রাখবেন।

সমাবেশে যোগ দিতে এখনো বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে মিছিল আসা অব্যাহত রয়েছে। বাদ্যযন্ত্রের তালে তালে নেচেগেয়েও আসছেন অনেকে।

এদিকে সকাল থেকেই সমাবেশস্থলের পূর্ব দিকে ছোট এক মঞ্চে অবস্থান নিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তাঁর সঙ্গে তাঁর অনুসারীরাও অবস্থান নিয়েছেন। অনেক নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে।

বিএনপির সমাবেশের আরও সংবাদ পড়ুন:

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক