হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ রোববার নাসা গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পুনরায় কাজে ফেরার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নাসা গ্রুপের অন্তর্ভুক্ত বিভিন্ন কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকালে ১ নম্বর ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন। পরে শ্রমিকেরা ইপিজেড এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

শ্রমিকদের অভিযোগ, গত এপ্রিল থেকে নাসা স্পিনিং লিমিটেড, নাসা স্পিনারসসহ নাসা গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে উৎপাদন কমাতে থাকে। পরে চলতি বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হলেও বহু শ্রমিকের কয়েক মাসের পাওনা থেকে যায়। কর্তৃপক্ষ বারবার সময় নিলেও বেতন-ভাতা পরিশোধের বিষয়ে নিশ্চিত কোনো তারিখ বা সিদ্ধান্ত দেয়নি।

শ্রমিকেরা আরও জানান, ২৯ নভেম্বর কর্তৃপক্ষ নতুন নোটিশ প্রকাশের পর শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের দাবি, নোটিশে বকেয়া পরিশোধ সম্পর্কে কোনো স্বচ্ছতা রাখা হয়নি এবং নির্দিষ্ট তারিখও উল্লেখ করা হয়নি।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, তাঁরা হয় কাজে ফিরে যেতে চান, না হলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিই তাঁদের একমাত্র শর্ত।

রাবেয়া বেগম নামে এক নারী শ্রমিক বলেন, ‘আমরারে বেতন দিতে কন, পোলা-মাইয়া না খাইয়া আছে। নাসা গ্রুপের মালিক আসুক, সমাধান করুক। বেপজার লোকেরা শুধু মিথ্যা সান্ত্বনা দেয়।’

বিলকিস আক্তার নামের আরেক শ্রমিক বলেন, ‘ঘর ভাড়া দিতে পারছি না। অনেক দিন চুলায় আগুন জ্বলে না। পাওনা ছাড়া ঘরে ফিরব না।’

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, ‘সকাল থেকে বেতন-ভাতার দাবিতে শ্রমিকেরা আন্দোলন-বিক্ষোভ করছেন। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা করছে। তবে বিকেল পর্যন্ত শ্রমিকেরা ইপিজেডের ফটকে অবস্থান করছেন।’

এ বিষয়ে নাসা গ্রুপের নির্বাহী পরিচালক মেজর আব্দুল হাফিজ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘৩০ নভেম্বর বেতন-ভাতা দেওয়ার কথা থাকলেও কোম্পানি বর্তমানে বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তবু শ্রমিকদের ধৈর্যের জন্য কৃতজ্ঞ। সমস্যার সমাধানে কাজ চলছে।’

কুমিল্লা ইপিজেডের ব্যবস্থাপক (জিএম) আব্দুল্লাহ আল মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই আমরা শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টির সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। ইতিমধ্যে মালিক পক্ষের সঙ্গে কথা বলে আজ (রোববার) দুপুরে প্রায় ২৫ শতাংশ শ্রমিকের বকেয়া বেতন তাঁদের নিজ নিজ অ্যাকাউন্টে (হিসাব) দেওয়া হয়েছে। অবশিষ্ট ৭৫ শতাংশ বকেয়ার ক্ষেত্রে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রি করে সেই অর্থ শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আমরা বিষয়টি বিস্তারিতভাবে শ্রমিকদের বুঝিয়েছি। ফলে তাঁরা বিকেলে কর্মসূচি থেকে সরে এসেছেন। তবে কিছু শ্রমিক হয়তো এখনো অবস্থান করে থাকতে পারেন।’

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক