হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে অপহরণের ৪ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ২

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

ছৈয়দ নূর। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণের চার দিন পর ছৈয়দ নূর নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার ঘুমধুমের আজুখাইয়া গ্রামের ঢলুবনিয়া পাহাড়ি এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

ছৈয়দ নূর কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল বাগানপাড়ার আলী আহমদের ছেলে। তাঁকে গত শুক্রবার সন্ধ্যায় অপহরণ করা হয়।

পুলিশের ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার ওছিউর রহমানের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৬) ও ফকিরপাড়ার অস্থায়ী বাসিন্দা অলী উল্লাহর ছেলে রহমত উল্লাহ। রহমত উল্লাহ কুতুপালং ক্যাম্প-১-এর একজন আশ্রিত রোহিঙ্গা।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ছৈয়দ নূরকে অপহরণ করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী জোবাইদা বেগম নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ছৈয়দ নূরের লাশ উদ্ধার হয়। ঘটনাস্থল নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরের দুর্গম পাহাড়ি এলাকায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক আজকের পত্রিকাকে বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছৈয়দ নূরকে আজুখাইয়ার গহিন পাহাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। ছৈয়দ নূরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিকটবর্তী কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫