হোম > সারা দেশ > কুমিল্লা

বিএনপির বহিষ্কৃত নেত্রী হলেন ভাইস চেয়ারম্যান

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেত্রী নাজমা আক্তার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি হোমনা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 

পৌর বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হক মুকুল বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত দলের কোনো নেতা কর্মী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোট প্রদান করতে পারবে না। কেন্দ্রের সেই সিদ্ধান্ত অমান্য করে নাজমা আক্তার নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দলের হাই কমান্ড বহিষ্কার করেছে। 

বিএনপির বহিষ্কৃত নেত্রী নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকাবাসীর চাপে আমি নির্বাচনে প্রার্থী হই। দল আমাকে বহিষ্কার করলেও জনগণ আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সে জন্য আমি ভোটারদের নিকট কৃতজ্ঞ। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, বিএনপি করব, আমি আশাবাদী দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবে।’ 

নাজমা আক্তার ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২১ হাজার ৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট হালিমা আক্তার পেয়েছেন ১৮ হাজার ১১৩ ভোট।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প