হোম > সারা দেশ > নোয়াখালী

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় মারধরে অটোরিকশাচালকের মৃত্যুর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে মারধরে সাইফুল ইসলাম কিরণ (২৭) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিজান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজারে এ ঘটনা ঘটে।  

নিহত কিরণ একই ইউনিয়নের প্রসাদপুর দাইবাড়ির মৃত হানিফের ছেলে। আটক মিজান একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল হাশেম মুন্সিবাড়ির মৃত নাজির আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার সোমপাড়া বাজারের থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী মিজান। অটোরিকশাচালক কিরণ তাঁর পূর্বপরিচিত ছিলেন। গতকাল সোমবার বিকেলে মিজান স্ত্রী-সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অটো ভাড়া করতে বাজারে যান। এ সময় ভাড়া নিয়ে কিরণের সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে অটোচালক কিরণ মিজানের ভাড়া না নিয়ে সেখান থেকে অন্য যাত্রী নিয়ে অলিপুরে চলে যান। রাতে অটোরিকশাচালক কিরণ বাজারে এসে বমি করে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিকে কিরণের মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বজনেরা মিজানের দোকানে হামলা করে তাঁকে মারধরের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের স্বজনদের অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা