হোম > সারা দেশ > বান্দরবান

ঘুমধুম সীমান্তে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা ভাই আটক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

ঘুমধুম সীমান্তে আটক তিন রোহিঙ্গা ভাই। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা ভাইকে আটক করেছে বিজিবি। এ সময় তাঁদের কাছে একটি রামদাও পাওয়া যায়। গতকাল রোববার (২২ জুন) রাত ১০টার পরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির অধীন রেজুপাড়া বিওপির একটি দল এই অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো. শফি আলম (৩০)। তিনজনই উখিয়ায় অবস্থানকারী এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১-এর ব্লক ডি এলাকার আলী আহমেদের ছেলে বলে জানা গেছে। মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় তাঁদের আটক করা হয়।

আজ সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পয়েন্টে ওত পেতে অবস্থান নেয় বিজিবির টহল দল। রাত ১০টার সময় তিনজন ব্যক্তিকে ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখা গেলে তাঁদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাঁদের ব্যাগ তল্লাশি করে ৩৪ হাজার পিস ইয়াবা ও একটি রামদা পাওয়া যায়।

এর আগের দিন একই সীমান্তের ঘুমধুম বিওপি অভিযান চালিয়ে ব্যাগে মোড়ানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করে।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, ‘দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির ফলে সীমান্ত দিয়ে ইয়াবা পাচার অনেকটাই কমে এসেছে। এই অভিযান তারই অংশ।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু