হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচরা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আহসান উল্যাহ পৌর এলাকার পাঁচরা ব্যাপারীর বাড়ির আইছা ব্যাপারীর বড় ছেলে। আজ বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান উল্যাহ আজ বৃহস্পতিবার সকাল থেকে পাঁচরা এলাকায় শ্বশুর ফটিক মিয়ার কৃষিজমিতে কাজ করছিলেন। হঠাৎ বেলা দেড়টার দিকে তিনি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক শ্বশুর ফটিক মিয়াসহ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

নিহত আহসান উল্যাহর শ্বশুর ফটিক মিয়া বলেন, ‘অসুস্থ আহসান উল্যাহকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রচণ্ড গরমে অসুস্থ আহসান উল্যাহ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি গরমের কারণে হিট স্ট্রোক করেছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।’

মেঘনায় মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে ৭

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪