হোম > সারা দেশ > কুমিল্লা

তালাক নোটিশ পাঠালেন স্ত্রী, পরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে আজিজুল হক রবিন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ কথা নিশ্চিত করেন। রবিনের পরিবার বলছে, স্ত্রীর তালাক নোটিশ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রবিন।

রবিন জগমোহনপুরের বাসিন্দা আবুল খায়েরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন আট বছর আগে পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার তালপট্টি গ্রামের নাছিমা আক্তারকে বিয়ে করেন। তাঁদের একটি সন্তান আছে। ছয় মাস আগে ঝগড়াঝাঁটি করে নাছিমা একমাত্র সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান। দুই মাস আগে রবিনের ঠিকানায় তালাকের নোটিশ পাঠান নাছিমা। পরিবারের লোকজন রবিনকে বিষয়টি অবগত করেননি। রবিন ঈদের ছুটি শেষে পার্শ্ববর্তী গার্মেন্টসে চাকরিতে যোগদান করার জন্য পরিচয়পত্র খুঁজতে গিয়ে তালাক নোটিশটি দেখতে পান। আজ সকালে বাড়ির পাশের একটি গাছে রবিনের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

রবিনের ভাই আশরাফুল ইসলাম শাওন জানান, দীর্ঘদিন ধরে তাঁর ভাই ও ভাবির ঝগড়া চলছিল। ছয় মাস আগে ভাবি নাছিমা বাবার বাড়িতে চলে যান। দুই মাস আগে তালাক নোটিশ পাঠান নাছিমা। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখলেও দুই দিন আগে রবিন তালাক নোটিশ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। আজ বাড়ির পাশে রবিনের গাছে লাশ ঝুলতে দেখা যায়।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক তারেক উদ্দিন আকাশ বলেন, রবিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা