হোম > সারা দেশ > নোয়াখালী

বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন তিন শতাধিক কবরের কারিগর শেকা মিয়া

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

শেখ আহমদ মিয়া ওরফে শেকা মিয়া। ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে শেখ আহমদ মিয়া ওরফে শেকা মিয়া (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চরজুবিলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরামত আলী দফাদার বাড়ির বাসিন্দা রাজা মিয়ার ছেলে। রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

স্থানীয় সূত্র জানায়, শেখ আহমদ এলাকায় ‘কবর খোঁড়ার মানুষ’ হিসেবে পরিচিত ছিলেন। আশপাশের গ্রামে কেউ মারা গেলে পারিশ্রমিক ছাড়াই কবর খুঁড়তে ছুটে যেতেন। জীবদ্দশায় তিনি তিন-চার শতাধিক মানুষের কবর খুঁড়েছেন।

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, শেখ আহমদ তাঁর বাড়িতে একটি টিউবওয়েল বসিয়েছিলেন। ওই টিউবওয়েল পর্যন্ত বৈদ্যুতিক বাতির সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পড়ে গিয়ে মাথায় আঘাত পান। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজুবিলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন, ‘শেখ আহমদের কাছে কবর খোঁড়া যেন এক নেশা ছিল। নিখুঁতভাবে তিনি কবর খুঁড়তেন।’

নিহতের বড় ছেলে কেফায়েত বলেন, ‘বাবা বিনা পারিশ্রমিকে বহু মানুষের কবর খুঁড়েছেন। এটাই ছিল তাঁর শান্তি।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, ‘ঘটনার বিষয়ে কেউ থানায় অবহিত করেনি। পরে আমরা জেনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫