হোম > সারা দেশ > ফেনী

তালাবদ্ধ বাসা থেকে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে তালাবদ্ধ একটি বাসা থেকে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে ফেনী পৌরসভার একাডেমি এলাকায় সরকার ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূর নাম—রোজিনা আক্তার (৪৫)। তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। তিনি সরকার ভবনের ওই বাসায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন। 

তাঁর স্বামীর নাম—মো. বেলাল। তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট এলাকার বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি অটো রিকশাচালক। 

নিহতের পরিবার ও পুলিশ বলছে, গত বুধবার রাত থেকে রোজিনার মেয়ে ও জামাতা বহুবার তাঁর মোবাইলে কল করেন। দুদিন কোনো খোঁজখবর না পেয়ে শুক্রবার সন্ধ্যায় জামাতা বাসায় গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে অতিরিক্ত একটি চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢোকেন তিনি। সেখানে একটি কক্ষে শাশুড়ির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে ফেনী মডেল থানায় জানানো হলে, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার মধ্যরাতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আজ (শনিবার) দুপুর পর্যন্ত মো. বেলালের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা