হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মাছধরা নৌকা ডুবে যুবক নিখোঁজ, ৬ জন জীবিত উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বালুবাহী বলগেটের ধাক্কায় মাছধরা নৌকা ডুবে মৃদুল চন্দ্র দাস (২৫) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার নলচিরা ঘাটের পাশে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ মৃদুল নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রামের হরি বন্ধু দাসের ছেলে।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা বলেন, রাতে তাঁরা বিহুন্দী জাল বসানোর জন্য নদীতে অবস্থান করছিলেন। এ সময় পশ্চিম দিক থেকে আসা বলগেটটি তাঁদের নৌকাকে ধাক্কা দেয়। তাতে তাঁদের নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা সাত মাঝি-মাল্লার মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়। অন্ধকারে তাৎক্ষণিকভাবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজে জেলের খোঁজে আজ সোমবার সকাল থেকে স্বজনেরা নদীতে তল্লাশি চালাচ্ছে। নৌ-পুলিশের একটি টিম নদীতে অবস্থান করছে।

এ ব্যাপারে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ জেলের সন্ধানে কাজ করছে নৌ-পুলিশের একটি দল। নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে ধাক্কা দেওয়া বলগেটটি শনাক্ত করা হয়েছে। নিখোঁজ জেলের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার