হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মাছধরা নৌকা ডুবে যুবক নিখোঁজ, ৬ জন জীবিত উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বালুবাহী বলগেটের ধাক্কায় মাছধরা নৌকা ডুবে মৃদুল চন্দ্র দাস (২৫) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার নলচিরা ঘাটের পাশে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ মৃদুল নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রামের হরি বন্ধু দাসের ছেলে।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা বলেন, রাতে তাঁরা বিহুন্দী জাল বসানোর জন্য নদীতে অবস্থান করছিলেন। এ সময় পশ্চিম দিক থেকে আসা বলগেটটি তাঁদের নৌকাকে ধাক্কা দেয়। তাতে তাঁদের নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা সাত মাঝি-মাল্লার মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়। অন্ধকারে তাৎক্ষণিকভাবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজে জেলের খোঁজে আজ সোমবার সকাল থেকে স্বজনেরা নদীতে তল্লাশি চালাচ্ছে। নৌ-পুলিশের একটি টিম নদীতে অবস্থান করছে।

এ ব্যাপারে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ জেলের সন্ধানে কাজ করছে নৌ-পুলিশের একটি দল। নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে ধাক্কা দেওয়া বলগেটটি শনাক্ত করা হয়েছে। নিখোঁজ জেলের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ