হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা বলেন, ‘বাজেট হল এক বছরের সার্বিক উন্নয়ন, বরাদ্দ, প্রয়োজন এবং আয়ের উৎস ব্যয় নির্বাহ বিষয়ে সম্ভাবনা পরিকল্পনা। বৃহৎ পরিসরে, বাজেট হল রাষ্ট্রের এক বছরের উন্নয়ন-সম্ভাবনা, আয়ের উৎস, ব্যয়ের খাত এবং সার্বিক চিত্রকে সম্ভাব্য হিসেবে তুলে ধরা।’ আজ মঙ্গলবার সকালে বান্দরবান সদরের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) বিএনকেএস মিলনায়তনে প্রাক-বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে অংচমং মারমা এসব কথা বলেন। 

অংচমং মারমা বলেন, ‘কোনো একটি পরিকল্পনা ও জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ এবং জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বাজের আগে এ বিষয়ে নাগরিক সমাজের উদ্যোগ এবং মতামতকে শক্তিশালী করার উদ্দেশ্যে প্রাক-বাজেট সংলাপ হয়। এর মাধ্যমে অনেক কিছু সংযোজন-বিয়োজন করা হয়।’ 

পরিকল্পনা ও জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ এবং জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাজের উদ্যোগ এবং মতামতকে শক্তিশালী করার উদ্দেশ্যে বান্দরবানে এই প্রাক-বাজেট সংলাপ আয়োজন করা হয়। 

সংলাপ সভায় আরও উপস্থিত ছিলেন, বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) কর্মসূচি পরিচালক পেশল চাকমা, বীর বাহাদুর স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক উম্মে হুজাইফা মিফতাহ, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (অব:) মংক্য শোয়েনু নেভী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন চক্রবর্তীসহ বান্দরবান জেলা কমিটির সদস্য এবং বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধিরা। 

এ সময় অন্যান্য বক্তারা, পরিকল্পনা ও জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ এবং জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাজের উদ্যোগ এবং মতামতকে শক্তিশালী করার উদ্দেশ্যে প্রাক-বাজেট সংলাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু