হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ৪

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শুক্রবার কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকাগামী মোল্লা স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দিনাজপুরগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ড ভ্যানের চালক, তাঁর সহকারীসহ চারজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভিমলপুর এলাকায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ভিমলপুর এলাকায় গুপ্তা প্লাইউড কারখানার সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোল্লা স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় কাভার্ড ভ্যান ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাভার্ড ভ্যানের চালক সজিব হোসেন (৪৫), তাঁর সহকারী আরিফুল ইসলামসহ চারজনকে উদ্ধার করে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সজিব ও আরিফুলকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে আহত অপর দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল আজকের পত্রিকাকে জানান, সড়ক দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী