হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

রাবি প্রতিনিধি 

আজ দুপুরে রাবির সিনেট ভবনে সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিনসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিজ্ঞান ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষাকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন।

লিখিত বক্তব্যে উপ-উপাচার্য জানান, এ বছর ভর্তি পরীক্ষা এ, বি ও সি—এই তিনটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ১৬, ১৭ ও ২৪ জানুয়ারি যথাক্রমে সি, এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালসহ বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।

ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ইয়ারফোন, ব্লুটুথ ডিভাইসসহ কোনো ইলেকট্রনিক সামগ্রী বহন করতে পারবেন না। পরীক্ষার হলে প্রবেশের সময় প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই বৈধ প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

যান চলাচল-সংক্রান্ত নির্দেশনা:

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। নির্ধারিত কয়েকটি গেট ব্যবহার করে সীমিত পরিসরে যান চলাচলের অনুমতি দেওয়া হবে।

নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থা:

ভর্তি পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের সার্বিক সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেল্প ডেস্ক, চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও সিভিল ডিফেন্স সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ছবি ও বায়োমেট্রিক-সংক্রান্ত নির্দেশনা:

সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব পরীক্ষার্থী এখনো ছবি আপলোড করতে পারেননি, তারা পরীক্ষার শুরুর অন্তত দুই ঘণ্টা আগে নিজ নিজ আইটি সেন্টারে যোগাযোগ করে ছবি আপলোড করতে পারবেন। তবে এ কারণে কোনো অবস্থাতেই ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হবে না।

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী মৃত্যুর ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার