হোম > সারা দেশ > বরিশাল

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

বাগেরহাট প্রতিনিধি

জরুরি সভায় সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাবের প্রতিবাদে জরুরি সভা করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। বুধবার (৬ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শেখ শাহেদ আলী রবি, জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বাগেরহাট জেলা শাখার সভাপতি ডা. লুৎফুল কবির, সদস্যসচিব ডা. শামীম বেগ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির জেলা শাখার চেয়ারম্যান গাজী মতিয়ার রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা নির্বাচন কমিশনের প্রস্তাবের তীব্র নিন্দা জানান এবং চারটি আসন বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে প্রস্তাব প্রত্যাহার না হলে রোববার থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন পেশাজীবীরা।

জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু বলেন, ‘বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাবের বিরুদ্ধে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করব। আগামীকাল জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেব। এর পরও যদি কমিশন প্রস্তাব থেকে না সরে, তাহলে রোববার থেকে লাগাতার আন্দোলনে নামব।’

উল্লেখ্য, ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই জেলাজুড়ে শুরু হয় প্রতিবাদ। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ একের পর এক কর্মসূচি পালন করে আসছে।

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফরিদপুরে আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, নারী-পুরুষসহ আটক ১৮

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

কানায় কানায় পূর্ণ মাঠ, প্রস্তুত মঞ্চ, অপেক্ষা ‘সিলেটের জামাইয়ের’

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ