হোম > সারা দেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করাই ছিল হেফাজতের লক্ষ্য: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন,  স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করাই ছিল হেফাজতে ইসলামের লক্ষ্য।

আজ বুধবার ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আইজিপি বলেন,  ২৬ মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে হেফাজতকর্মীরা সারা বাংলাদেশে তাণ্ডব চালায়। প্রথমে বায়তুল মোকাররম মসজিদ, পরে হাটহাজারী মাদ্রাসা থেকে কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করা হয়। হাজার হাজার ছাত্র হাটহাজারী থানা আক্রমণ করে। ওখানকার ডাকবাংলোয় আক্রমণ করে। হেফাজতকর্মীরা ভূমি অফিস জ্বালিয়ে দেয়। সবচেয়ে দুঃখজনক বিষয় ভূমি অফিসের সমস্ত কাগজপত্র, ল্যান্ড রেকর্ড একত্র করে তারা জ্বালিয়ে দেয়। সরকারের রেকর্ডপত্র জ্বালিয়ে দেওয়ার মানে হচ্ছে সেই অঞ্চলের হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর এ সংক্রান্ত জটিলতায় ভুগবেন।

পুলিশের ওপর আক্রমণের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, একজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার যিনি হাটহাজারী থানায় প্রশিক্ষণরত ছিলেন। তিনি ডাকবাংলোতে অবস্থান করতেন। তাকে ধরে নিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে নির্মমভা‌বে প্রহার করা হয়। একইভাবে ডিইউটিরত একজন কনস্টেবলকে ধরে নিয়ে যাওয়া হয়। ডাকবাংলোর সামনে দায়িত্ব পালনরত পুলিশের একজন উপ পরিদর্শককে ‌গুরুতর আহত করা হয়।     

বেনজির আহমেদ আরও বলেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এবং উপ পরিদর্শককে প্রথমে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়। পরে উপ পরিদর্শকের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় সিএমএইচে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে।    

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলার বিষয়ে বেনজীর আহমেদ বলেন, পরদিন ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় তারা। তাদের আক্রম‌ণে গুরুতর আহত হন পুলিশ কর্মকর্তা নুরুল আলম। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। 

হামলার উদ্দেশ্যর বিষয়ে তিনি বলেন, ‘তাদের মূল উদ্দেশ্য ছিল, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করা।’

মামলায় হেফাজতের ঊর্ধ্বতন নেতাদের নাম কেন আসেনি, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, আমরা মনে করি, যারা হামলা করেছে, তাদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি কেউ নির্দেশদাতা থাকে, ডেফিনেটলি তারাও আসবে। যারা অনস্পট ছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের সময় যাঁরা নির্দেশ দিয়েছেন, তাঁরাও আসবেন আমরা মনে করি।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান