হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

৫১ আসন ফাঁকা রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ‘এ’ ইউনিটের গণিত বিভাগে ১২টি, পদার্থবিজ্ঞান বিভাগে একটি, পরিসংখ্যান বিভাগে ৮টি, রসায়ন বিভাগে ২টি, ফার্মেসি বিভাগে একটি এবং সিএসই বিভাগে একটিসহ মোট ২৫টি আসন ফাঁকা রয়েছে।

‘বি’ ইউনিটের বাংলা বিভাগে ২টি, নৃবিজ্ঞান বিভাগে ৬টি, প্রত্নতত্ত্ব বিভাগে ৯টিসহ মোট ১৭টি আসন ফাঁকা রয়েছে।

‘সি’ ইউনিটের মার্কেটিং বিভাগে ৭টি, ব্যবস্থাপনা শিক্ষা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একটি করে মোট ৯টি আসন ফাঁকা রয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগামীকাল প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছে। নবীনদের মঙ্গল কামনা করছি এবং সুস্বাগত জানাচ্ছি।’

মাইগ্রেশন প্রসঙ্গে তিনি বলেন, এটি ভর্তি কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গুচ্ছ অধিভুক্ত ভর্তি পরীক্ষা থেকে সরে এসে এবারে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয়টি। গত ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এরপর ৩ মে সকাল ১০টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) এবং একই দিন বেলা ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) পরীক্ষা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই