হোম > সারা দেশ > বরগুনা

সোহাগ হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

রোববার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য ও ঢলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জিয়াউর রহমান। এতে আরও বক্তব্য দেন রায়ভোগ ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মালেক মাস্টার, নিহত সোহাগের মামা সেন্টু আকন, স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম, মিজানুর রহমান জোমাদ্দারসহ অনেকে।

রোববার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

বক্তারা বলেন, সোহাগ ছিলেন একজন সদালাপি ও দানশীল মানুষ। তাঁর দুই সন্তান এখন পিতৃহীন হয়ে এতিম হলো। যারা তাঁকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

উল্লেখ্য, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড এলাকার ৩ নম্বর গেটে পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয় পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী ও যুবদলের কর্মী লাল চাঁন ওরফে সোহাগকে।

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ