হোম > সারা দেশ

পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা ও মানিকগঞ্জের দৌলতপুরে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে।

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আজ সোমবার দুপুরে পানিতে ডুবে মাওয়া আক্তার (২) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলা সদরের রাজপাড়া এলাকার ফুটবল খেলোয়াড় মো. কামরুল ইসলামের মেয়ে।

তার স্বজনরা জানান, মাওয়া দুপুরে সবার অজান্তে বাড়ি সামনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজ পেয়ে মাওয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মাসুদ রানা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার কলিয়া ইউনিয়নের আগ-কলিয়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। মাসুদ রানা ওই গ্রামের পান্নু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. উজ্জ্বল হোসেন বলেন, দুপুরে খাওয়ার পর পাশের বাড়ির অন্য বাচ্চাদের সঙ্গে মাসুদ খেলতে বের হয়। অনেকক্ষণ বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির পর পাশের কচুরিপানাযুক্ত ডোবায় তাকে পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মাসুদের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর