ঢাকা: কঠোর লকডাউনের মধ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সীমিত পরিসরে খোলা রেখে কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়েছে সরকার।
মঙ্গলবার অর্থ সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে বলা হয়েছে, অর্থ বছরের শেষ দিকে মাঠ পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় বন্ধ থাকায় সরকারি উন্নয়ন ও নিয়মিত কার্যক্রম বিঘ্নিত হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। পরে এ বিধিনিষেধের সময় দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। ওই সময় ব্যাংকগুলো সীমিত পরিসরে খোলা ছিল।
এরপর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানানো হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালাতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেয়। ফলে কঠোর লকডাউনের মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে।