হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বাড়িওয়ালার কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে উধাও দুই ভাই

সিরাজগঞ্জ প্রতিনিধি   

অভিযুক্ত মোস্তফা ও রুবেল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে ভাড়াটে হিসেবে বসবাস করা দুই ভাই স্থানীয়দের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির (বাসা) মালিক ৬ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার থানার বাঙ্গুরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা (৩৯) ও রুবেল (৩০)। তাঁরা চার বছর আগে স্ত্রী-সন্তান নিয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শেখ এনায়েত বাবলুর বাড়িতে ভাড়াটে হিসেবে ওঠেন এবং স্থানীয়ভাবে ভ্যানে করে কাপড়ের ব্যবসা করতেন।

লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ভাড়াটে হিসেবে থাকার সুবাদে তাঁদের প্রতি আস্থা তৈরি হয়। এ সুযোগে ব্যবসায় লাভের অংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁরা শুধু বাড়িওয়ালার কাছ থেকেই ধাপে ধাপে ১৫ লাখ টাকা নেন। ৫ সেপ্টেম্বর সকালে হঠাৎ ভাড়াটে ঘরে তালা ঝুলতে দেখে সন্দেহ হলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়; তবে তাঁদের সব নম্বর বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, এলাকাবাসীর কাছ থেকেও বিভিন্ন সময়ে অর্থ ও স্বর্ণালংকার সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে পালিয়ে গেছেন তাঁরা।

বাড়ির মালিক শেখ এনায়েত বাবলু স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আলীম নামের এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ, মানিকের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার, কাপড়ের মহাজনের কাছ থেকে ১০ হাজার, বক্করের কাছে থেকে ২৮ হাজার, ফেরদৌসের কাছে থেকে ১৫ হাজার, অটোরিকশার মালিকের কাছ থেকে ১০ হাজার এবং স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী ভজন কর্মকারের দোকান থেকে ৫০ হাজার টাকার একটি সোনার চেইন ও লকেট নেন তাঁরা।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু