হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ক্লিনিকের ফ্রিজে কোরবানির মাংস, সরকারি ওষুধ

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় আজ জমজম ইসলামিয়া ক্লিনিকে অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

বগুড়ায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে লাইসেন্সবিহীন একটি বেসরকারি হাসপাতাল (ক্লিনিক) সিলগালা করা হয়েছে। অভিযানের সময় ক্লিনিকের ফ্রিজ থেকে পাওয়া যায় কোরবানির মাংস, আর মজুত ছিল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধও।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ঠনঠনিয়া এলাকায় জমজম ইসলামিয়া ক্লিনিকে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও সদর সেনাক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। অভিযানে আরও অংশ নেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন এস এম নূর-ই-শাদী।

অভিযানকারী দল জানায়, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা দিয়ে আসছিল। এর ভেতরে ছিল চরম অব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধির লঙ্ঘন এবং নানা অনিয়ম।

লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘অভিযান চালিয়ে দেখা যায়, ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজে রাখা ছিল কোরবানির মাংস। ক্লিনিকের স্টোর রুমে পাওয়া গেছে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধও।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম জানান, মোবাইল কোর্টের মাধ্যমে ক্লিনিকটি সিলগালা করা হয় এবং সেখান থেকে ২৩টি চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। ক্লিনিকের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা