ঢাকা: দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় কমলেও নমুনা পরীক্ষা বিবেচনায় বেড়েছে শনাক্তের হার।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছে ২৬ জন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে ৮৪৮ জন। গত শুক্রবারের চেয়ে আজ পাঁচজন কম মারা গেছে। এ নিয়ে দেশে করোনা মহামারিতে মোট ১২ হাজার ১০২ জন মারা গেছে। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ। গত ১১ মার্চ থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষায় ৮৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার ১৩ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। ফলে নমুনা সংখ্যা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ, যা আগের দিন ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ। এ হিসাবে এক দিনে শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ বেড়েছে।
এদিকে ঈদে মানুষের গ্রামে যাওয়ার যে স্রোত দেখা গিয়েছিল, তার কারণে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আজ শনিবার নিজ বাসা থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টির উল্লেখ করে শঙ্কা প্রকাশ করেন। তিনি গ্রাম থেকে ঢাকা ফেরার সময় সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।