হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের বাগানে মিলল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিহত রাব্বি হাওলাদার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের তিন দিন পর রাব্বি হাওলাদার (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি হাওলাদার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গত ১৮ জানুয়ারি রাত ১টার দিকে রাব্বি বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ২১ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। পুলিশের তদন্তে রাব্বির বাড়ির পাশে গোডাউন এলাকায় বাগানের মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

ওসি বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে নিহতের ভাই সাব্বির হাওলাদার বলেন, ১৯ জানুয়ারি রাত ১টার দিকে রেজাউল নামের একজনের ফোন পেয়ে রাব্বি ঘর থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে এলাকা থেকে তিনজন পলাতক রয়েছে। আমরা তাদেরই সন্দেহ করছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার ভাইকে এর আগেও পূর্বশত্রুতার জেরে তারা ধাওয়া দিয়েছে।

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

ঢাকার পথে ওসমান হাদির পরিবার

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ