হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি ছয়তলা ভবনের কক্ষে লাশটি পাওয়া যায়।

‎মৃত ওই নিরাপত্তাকর্মীর নাম মুকাদ্দাস হোসাইন (৩৬)। তিনি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার সিড্যা গ্রামের মোফাজ্জল হোসাইনের ছেলে। তিনি টঙ্গী ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেড (সিডিএল) নামের একটি মার্কেটের নিরাপত্তাকর্মী (সুপারভাইজার) হিসেবে কাজ করতেন। মুকাদ্দাস টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছয়তলা ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করতেন।

‎থানার উপপরিদর্শক (এসআই) মুসাব্বির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানায়, মুকাদ্দাস আজ কাজে যাননি। এ জন্য মুকাদ্দাসের সহকর্মীরা বিকেলে তাঁর বাসায় যান। পরে তাঁকে কক্ষের বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। এ সময় জানালা দিয়ে ওই কক্ষের ভেতর মুকাদ্দাসের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষকসংকট