হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে জাতীয় পার্টির অফিসে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

হামলাকারীরা নগরীর ফকিরবাড়ি রোডের জাপা অফিসের আসবাব, চেয়ার, টেবিল, কম্পিউটার, টিভিসহ অন্যান্য মালামাল ভাঙচুর করেছে।

এ সময় হামলাকারীরা কার্যালয়ের সামনে জাপাকে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

এর আগে জাপা চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে কতিপয় সন্ত্রাসী লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। তাৎক্ষণিক আমাদের নেতা-কর্মীরা তা প্রতিহত করেন এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।’

গণঅধিকার পরিষদের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর জাপার নেতা-কর্মীরা আপত্তিকর স্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক হাসানসহ ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, জাপার লোকজন একজনকে মারধর করে আহতাবস্থায় পুলিশের কাছে সোপর্দ করেছেন। জাপা কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি