করোনা পরিস্থিতি মোকাবিলায় ১৪ তারিখ থেকে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্তে যাচ্ছে সরকার। এসময়ে বন্ধ থাকবে সব যাত্রীবাহী যানবাহন।
এরই ধারাবাহিকতায় এক সপ্তাহের জন্য (১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল) সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রোববার (১১ এপ্রিল) বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান জানান, লকডাউনে এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও কার্গো ফ্লাইট চালু থাকবে। এই সময়ের মধ্যে বিশেষ কোনো ফ্লাইট থাকলে সেটা পরিচালনা করতে কোনো বাধা নেই।
দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়লে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয়।