হোম > সারা দেশ > ভোলা

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকনের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। আজ শুক্রবার দৌলতখান উপজেলার দক্ষিণমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে দৌলতখান উপজেলার দক্ষিণমাথা এলাকায় গণসংযোগে যান স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন। এ সময় হারুন ও লাবুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। তারা মহিবুল্লাহ খোকনের গাড়িতে হামলা চালিয়ে পেছনের গ্লাস ভাঙচুর করে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন বলেন, আমি সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমার ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এর আগেও হামলার অভিযোগ করে তিনি বলেন, এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনা ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন আমাকে জানিয়েছেন। আমি তাঁকে থানায় একটি অভিযোগ দিতে বলেছি।’ অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০