হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার, একজন গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগরের চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার রাতে দলের সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, চাঁদাবাজির এক মামলায় গতকাল দুপুরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

বহিষ্কৃতরা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল্লাহ আলিম মোল্লা, বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথী।

দলের এমন সিদ্ধান্তের পর গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মোবাইর ফোনে যোগাযোগ করা হলে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছি। দল থেকে বহিষ্কারের বিষয়ে আমি কিছুই জানি না।’

আব্দুল্লাহ আলিম মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে সিরাজুল ইসলাম সাথী বলেন, ‘বিষয়টি আমি জানি না। একটি বিজ্ঞপ্তি দেখেছি মাত্র। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে।’

এদিকে, চাঁদাবাজির এক মামলায় গতকাল দুপুরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারজনকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিটিও সঠিক।’

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

গণভোটের প্রচারণায় মুন্সিগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ