দিনদিন বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১০৫ জন।
২০২০ সালের মার্চ থেকে শুরু হওয়া সংক্রমণে আজ দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে গত বছর ৩০ জুন মৃতের সংখ্যা দাড়িয়েছিল ৬৪ জনে।
একদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৪৬৯ জন। যা দেশে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।
এক দিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪টি।