হোম > সারা দেশ

চার আস‌নের ভোট জুলাই‌য়ে, ২৪ মে তফ‌সিল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: লক্ষ্মীপুর-২, সিলেট-৩ ও ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে নির্বাচনের তারিখ আগামী ২৪ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের ৭৯ তম সভাশেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, এ চারটি আসনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। লকডাউন চলার কারণে সময় সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে।

মো. হুমায়ুন কবীর খোন্দকার আরো বলেন, শূন্য আসনে যেহেতু এসব উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কমিশন এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন হবে।

স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজকের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২৪ মে কমিশন সভায়ও এ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বিকেল ৩টায় কমিশন সভা অনুষ্ঠিত হয়।

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এ বিষয়ে আমরা জেনেছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছি। তবে গভীরভাবে পর্যালোচনা করা হয়নি। আজকের সভায়ও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। পরবর্তীতে এ বিষয়ে জানাবো।

অবশ্য ইসি সচিবের সংবাদ সম্মেলনের পরে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে না দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে কাজটি আমরা করে যাচ্ছি। এ ব্যাপারে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠির মাধ্যমে এনআইডি নিবন্ধন কার্যক্রম ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি জমা দিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

নরসিংদীতে তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩