হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীর দুই ইউনিয়নে ৪৮ ঘণ্টার ১৪৪ ধারা জারি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় একই স্থানে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মসূচি আহ্বানের কারণে সম্ভাব্য সংঘাত এড়াতে দশমিনা সদর ও বাঁশবাড়িয়া ইউনিয়নে ৪৮ ঘণ্টার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত।

জানা গেছে, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের জারি করা আদেশে উল্লিখিত সময়ের মধ্যে উল্লিখিত এলাকায় যেকোনো সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র বহন এবং পাঁচজন বা তার বেশি লোকের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জানতে চাইলে দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি সব সময় জনগণের স্বার্থে কাজ করে। জনগণের জানমালের ক্ষতি হয়, এমন কোনো কর্মকাণ্ডে আমরা জড়িত হব না।’

অন্যদিকে, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি লিয়ার হোসেন বলেন, ‘আমাদের কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। বিএনপি পরিকল্পিতভাবে একই স্থানে সমাবেশ আহ্বান করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জনগণের ক্ষতির মতো কোনো কাজ গণঅধিকার পরিষদের পক্ষ থেকে হবে না।’

এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান আজকের পত্রিকাকে বলেন, দুই রাজনৈতিক সংগঠনের একই স্থানে সমাবেশ আহ্বানে বড় ধরনের সংঘর্ষ ও সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জনগণের জানমাল রক্ষায় ৪৮ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত নেছারাবাদের নদীতীরের গ্রামগুলো

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু