হোম > সারা দেশ > ভোলা

ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে ভোলায় শ্রমিক ও যুবদল নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৭

ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের গালমন্দ করা নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত ব্যক্তিদের মধ্যে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোমেন লিটন, শ্রমিক দল নেতা মো. নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আব্দুল গফুর, যুবদল কর্মী রুবেল ও ছাত্রদল নেতা ইলিয়াছের নাম জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরের দিকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল গফুর। একপর্যায়ে তাঁরা বাজারের ব্যবসায়ীদের গালমন্দ করছিলেন। তখন যুবদলের কর্মী মো. রুবেল এসে তাঁদের নিষেধ করেন। এ নিয়ে রুবেলের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন তাঁরা। একপর্যায়ে রুবেলের ওপর হামলা করেন। এতে গুরুতর আহত হন রুবেল।

এ ঘটনায় যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হন। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও যৌথ বাহিনীকে খবর দেন। পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল গফুর ও শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন জানান, তাঁদের সঙ্গে যুবলীগ নেতা মো. সবুজ ও রিয়াজের ব্যবসায়িক দ্বন্দ্ব থাকায় তাঁদের গালমন্দ করেছেন। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে রুবেল লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন আহত হয়েছেন।

ভোলা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমি ঘটনার সময় তজুমদ্দিন উপজেলার বাজারে ছিলাম। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’ তবে তিনি অভিযোগ করেন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গফুর দুষ্ট প্রকৃতির লোক। তাঁদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক সুশান্ত মালো আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্য মারামারি হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন বলে তাঁরা জেনেছেন। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক