ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা বাজার ও বাজারের নিকটস্থ বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৮০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সেলিম রেজা। এসময় তাঁর সঙ্গে ছিলেন বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.এম. আব্দুস সোবহান। অভিযানে জব্দ করা জাটকা মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সেলিম রেজা বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে কেরানীগঞ্জ উপজেলার আওতাধীন জিনজিরা মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ১৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। মাছগুলো ১১টি এতিমখানা ও মাদ্রাসা এবং ৩৫০ জন দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
অভিযানের খবর পেয়ে জাটকা বিক্রেতা ও জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি।