ঢাকা: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ ভালো আছেন। এরই মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে বড় কোন জটিলতা না থাকলেও তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। যে কারণে এখনও হাসপাতালে থাকতে হচ্ছে তাঁকে। তবে সব ঠিক থাকলে শনিবারের মধ্যে তাঁর বাসায় ফেরার কথা রয়েছে।
রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হোসেন আজকের পত্রিকাকে এ খবর জানিয়েছেন। শুক্রবার বিকেলে তিনি বলেন, ‘ম্যাডাম (রওশন) এখন মোটামুটি সুস্থ আছেন। শুক্রবার সকালে এবং দুপুরে নিজের হাতেই সকালের ও দুপুরের খাবার খেয়েছেন। এখন তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে আশা করা হচ্ছে।’
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রমজানে নিয়মিত রোজা রাখছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বৃহস্পতিবার ইফতার করার পরে তাঁর এসিডিটির সমস্যা দেখা দেয়। পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের সমস্যাও অনুভব করেন। রোজা রাখার কারণে পানি শূন্যতাও দেখা দেয়। এসব কারণে ভীষণ অস্বস্তি বোধ করেন তিনি। এরপর তাকে সিএমএইচ এ আনা হয়। হাসপাতালে আনার পরে প্রথমেই তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ হন তিনি।
আরও পড়ুন:
রওশন এরশাদ হাসপাতালে ভর্তি