হোম > সারা দেশ > দিনাজপুর

চালককে কুপিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই

দিনাজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরলে এক চালককে কুপিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার ধামইর ইউনিয়নের মাটিয়ান গ্রামে পুকুরের ধার থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর। নিহত ভ্যানচালকের নাম আসাদুল ইসলাম (৩৫)। তিনি বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের যুগিহারী খাড়িপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আসাদুল দুই সন্তানের জনক।

নিহতের স্বজন আব্দুল আজিজ জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ভ্যানসহ বাড়ি থেকে বের হন আসাদুল। সর্বশেষ রাত ৯টায় বানিয়াপাড়া বাজারে তাঁকে দেখা যায়। এরপর অনেক রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। সকালে স্থানীয়দের কাছে মাটিয়ান পুকুরপাড়ে লাশ পড়ে থাকার কথা শুনে সেখানে গিয়ে আসাদুলের লাশ শনাক্ত করেন।

এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, সকালে জানতে পেরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পরে সুরতহাল করা হয়েছে। মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে, রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী: পানিনিষ্কাশন সংকট, চরম ক্ষতির মুখে চাষিরা

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ