হোম > সারা দেশ > খুলনা

খুলনায় রূপসা সেতুর টোল প্লাজা ২ ঘণ্টা ‘ব্লকেড’ ছাত্র-জনতার

খুলনা প্রতিনিধি

খুলনায় রূপসা সেতুর টোল প্লাজা ব্লকেড। ছবি: আজকের পত্রিকা

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজায় ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এই কর্মসূচির কারণে আজ মঙ্গলবার বেলা ৩টা থেকে টোল প্লাজার দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। ফলে বিকেল সাড়ে ৫টার পর রূপসা সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ছাত্র-জনতার এই কর্মসূচি চলাকালে আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (একাংশ) নেতৃত্বাধীন ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘আমাদের এই কর্মসূচি পূর্বনির্ধারিত। এই কমিশনারের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এদিকে চলমান এই আন্দোলন বয়কট করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি অংশ। তারা বলছে, এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

এর আগে মঙ্গলবার বিকেলে মামলার আসামি পুলিশের এসআই সুকান্তকে আটক করে খানজাহান আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতা। কিন্তু রাতেই থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গত বুধ ও বৃহস্পতিবার কেএমপির সদর দপ্তর ঘেরাও করে পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।

এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ