নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইউনুস উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মো. আরশ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহস্থালি কাজের জন্য কয়দিন আগে বাড়ির পাশে মাটি কেটে গর্ত করেন আরশ মিয়া। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় গর্তটি পানিতে ভরে যায়। সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল ইউনুস। ওই সময় তার মা কাজে ব্যস্ত ছিলেন। এক সময় ওই গর্তে গিয়ে পড়ে ডুবে যায় ইউনুস। কাজ শেষে মা তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে বাড়ির পাশের ওই গর্তে ইউনুসের লাশ ভেসে উঠতে দেখেন পরিবারের লোকজন।
এ বিষয়ে ইউনুসের বাবা আরশ মিয়া বলেন, গৃহস্থালি কাজের দরকারে কয়দিন আগেই বাড়ির পাশে মাটি কেটে গর্ত করেছিলাম। গতকাল রাতের বৃষ্টিতে ওই গর্তে পানি জমে যায়। এতে ডুবেই আমার ছেলের মৃত্যু হয়েছে। আমাদের করা ওই গর্তে নিজের ছেলে পড়ে মারা যেতে পারে এটা ভাবিনি।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।