হোম > সারা দেশ > ভোলা

ভোলায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

ভোলা প্রতিনিধি

ভোলায় ধর্ষণের প্রতিবাদে বিএনপির মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা যা-ই হোন না কেন, তাঁদের যেন ছাড় না দেওয়া হয়। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের যাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু পত্রিকায় নাম উঠে এসেছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেন নেতারা।

বক্তারা জানান, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ফরিদ উদ্দিন নামের একজন ব্যক্তি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে যুক্ত থাকলেও এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। মানববন্ধনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কামারপট্টি এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এই বর্বর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনার ন্যায়বিচার দাবি করছে।

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কলব্যাক নোটিশ’