হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে প্রথম করোনা শনাক্ত রোগীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেবল হক (৮০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি চলতি বছর জেলায় প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন। গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান।

আজ বুধবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদ উদ্দিন জানান, জেবল হক নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের বাসিন্দা ছিলেন। করোনার উপসর্গ নিয়ে গতকাল দুপুরে হাসপাতালে আসেন। উপসর্গ থাকায় দায়িত্বরত চিকিৎসক তাঁর করোনা পরীক্ষা করার জন্য বলেন। নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও জানান, জেলার আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটিপিসিআর ল্যাবে কিছু সমস্যা এবং কিট না থাকায় সেগুলোতে টেস্ট চালু করা হয়নি। তবে জেনারেল হাসপাতালের ল্যাবে স্বল্পসংখ্যক কিছু কিট দিয়ে র‍্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট করা হচ্ছে। এ পর্যন্ত ২৭টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয় এবং তিনি মারা যান। হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে রোগীর তেমন চাপ নেই। তবে প্রতিদিন এক-দুজনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই