গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মিলি গাইন (১৫) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।
গতকাল শনিবার দিবাগত রাতে কলাবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মিলি গাইন রামনগর গ্রামের সুভাষ গাইনের মেয়ে ও রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
মিলির মামা শিশির কান্তি বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যায় পড়তে বসা নিয়ে মা মিলিকে বকাঝকা করেন। এতেই সে অভিমান করে রাত ১০টার দিকে বিষপান করে। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।