হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত ৩৪ মণের ‘শান্তলাল’

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

৩৪ মণ ওজনের ‘শান্তলাল’ দুর্গাপুরে এবার আলোচিত গরু। এর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত করা হয়েছে ৩৪ মণের একটি গরু। পৌর শহরের চকলেঙ্গুরা এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. সালাউদ্দিন দীর্ঘ চার বছর ধরে পরিবারের সদস্যের মতো মায়া-মমতায় লালন-পালন করেছেন ব্রাহমা জাতের এই গরু। গরুটি শান্ত স্বভাবের হওয়ায় তিনি আদর করে নাম রেখেছেন ‘শান্তলাল’।

জানা গেছে, ‘শান্তলাল’-এর উচ্চতা ৬ ফুট এবং ওজন প্রায় ৩৪ মণ। উপজেলার সবচেয়ে বড় গরু হিসেবে এটিকে ধরা হচ্ছে। বিশাল আকৃতির হলেও গরুটি অত্যন্ত শান্ত প্রকৃতির, মালিকের কথার বাইরে যায় না। কলা, শাকসবজি, দেশীয় ঘাস, চালের কুড়া, খইলসহ নানা প্রাকৃতিক খাবারে তাকে মোটাতাজা করা হয়েছে। আসন্ন কোরবানির হাটে গরুটি বিক্রির জন্য প্রস্তুত। এর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। মাঝেমধ্যে গরুটি বাইরে বের করলে ভিড় জমে উৎসুক জনতার।

গরুটির মালিক মো. সালাউদ্দিন বলেন, ‘চার বছর ধরে ব্রাহমা জাতের এই গরু পালন করছি। খুবই শান্ত স্বভাবের, তাই নাম রেখেছি শান্তলাল। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছি। প্রতিদিন তার পেছনে ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হয়। এবার ঈদে হাটে তুলে ১০ লাখ টাকা দাম চাচ্ছি।’

গরুটির পরিচর্যাকারী আকরাম হোসেন বলেন, ‘শান্তলালকে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। নিয়ম করে প্রতিদিন খাওয়ানো, গোসল করানো ও যত্ন নিয়েছি। কখনো কৃত্রিম কিছু খাওয়াইনি। শুধু কলা, শাকসবজি, খৈল, ভুসি, চালের খুদ, ভুট্টা আর ঘাসেই বড় করেছি।’

স্থানীয় বাসিন্দা বিপ্লব বলেন, ‘শান্তলাল নামের গরুটিকে সালাউদ্দিন খুব যত্ন করে বড় করেছেন। প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা এই গরু দুর্গাপুর উপজেলার সবচেয়ে বড় গরু। কোরবানির হাটে এটি সাড়া ফেলবে বলেই বিশ্বাস করি।’

৩৪ মণ ওজনের ‘শান্তলাল’ দুর্গাপুরে এবার আলোচিত গরু। এর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। ছবি: আজকের পত্রিকা

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত বলেন, ‘গরুটিকে প্রাকৃতিক খাদ্যে লালন-পালন করেছেন সালাউদ্দিন। নিয়মিত আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কোরবানির জন্য এটি পুরোপুরি উপযুক্ত। শান্তলাল দুর্গাপুরের সবচেয়ে বড় গরু হিসেবে এবারের হাটে বিশেষ দৃষ্টি কাড়বে।’

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার