হোম > সারা দেশ > বান্দরবান

লামায় লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী গ্রামের চাককাটা পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম ফরিদুল আলম (২৮)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মেহেরাজ উদ্দিন। তিনি বলেন, নিজের লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফরিদুল মারা গেছেন।

স্থানীয় লোকজন ও নিহত ফরিদুলের পরিবার সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার এক কিলোমিটার দূরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী গ্রামের চাককাটা পাহাড়ি এলাকায় ফরিদুল আলমের একটি লাউখেত রয়েছে। তিনি নিয়মিত খেত পাহারা দিতেন। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে খেত পাহারা দিচ্ছিলেন।

খেত পাহারা দেওয়ার সময় একটি বন্য হাতি আসার খবরে ফরিদুলসহ কয়েক কৃষক দিগ্বিদিক ছোটাছুটি করছিলেন। একপর্যায়ে বন্য হাতির সামনে পড়ে যান ফরিদুল। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। ওই রাতেই স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক