যুবক বয়সে মানুষের গৃহের কারিগর ছিলেন আব্দুল মান্নান। রাজমিস্ত্রী হিসেবে এলাকায় ব্যাপক সুনাম ছিল তাঁর। একসময়ের গৃহের কারিগর এখন নিজেই গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের পূর্ব ঢেকিয়া গ্রামের মৃত আবদুল গফুরের সন্তান আব্দুল মান্নান। দুই শতক ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই তাঁর। বড় ছেলে নয়ন মৃধা গাজীপুর সদরের রিকশা চালক এবং ছোট ছেলে হারুন মৃধা মাটিকাটার শ্রমিক। দুই মেয়ে বিবাহিতা। ছেলে দুইজনই বিবাহ করে আলাদা সংসার চালান।
আবদুল মন্নানের বয়স ৬৬। অথচ এখনও তিনি বয়স্ক ভাতা পাননি। শারীরিক অসুস্থার জন্য রাজমিস্ত্রীর কাজও করতে পারছেন না। অভাব অনটনে দিন কাটছে।
গত বছর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মন্নানের গৃহ পরিদর্শন করে দুই ব্যান্ডেল ঢেউটিন প্রদানের আশ্বাস দিলেও তা আর দেওয়া হয়নি। কাল বৈশাখীর ঝড় ও ভারি বৃষ্টি হলেই অন্যের ঘরে আশ্রয় নিতে হয়।
আব্দুল মান্নানের স্ত্রী সুফিয়া খাতুন বলেন, মৃত্যুর আগে আমাগো কপালে আর ঘর জুটবনা। গৃহহীন আব্দুল মান্নান মৃধার জানান, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমারে একটা ঘর দিতেন তাহলে চিরকৃতজ্ঞ থাকতাম।